খুলনা ম্যাটস মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং প্রদানকারী একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবোর কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অনুমতি লাভের মধ্য দিয়ে ২০১১ সালে খুলনা ম্যাটস-এর যাত্রা শুরু হয়।
খুলনা ম্যাটস থেকে মেডিকেল এ্যাসিস্টেন্ট কোর্সের প্রশিক্ষণ সম্পন্ন করার পর বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-র রেজিস্ট্রেশনসহ স্বতন্ত্রভাবে প্রাকটিস করতে পারে।
কাজের ক্ষেত্র : কোর্স সম্পন্নকারীগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে, ইউনিয়ন কমিউনিটি সেন্টারে কিংবা অন্যান্য এনজিও ও কল্যাণমূলক প্রতিষ্ঠানে চাকুরি পেতে পারেন।
চেয়ারম্যান
খুলনা ম্যাটস
ড. মো: বজলুল হক
(Pediatrician)
M.B.B.S, D.C.H.M.A.H.S, P.G.T Neurology, Bombay
ভাইস-চেয়ারম্যান
খুলনা ম্যাটস
ড. রফিকুল ইসলাম
M.B.B.S
অধ্যক্ষ
খুলনা ম্যাটস
ড. কাজী হাফিজুর রহমান
(Pediatrician)
M.B.B.S, F.C.P.S
উপাধ্যক্ষ
খুলনা ম্যাটস
ড. বাসমা নূর
M.B.B.S
ম্যানেজিং ডিরেক্টর
খুলনা ম্যাটস
ড. ফাহিমা নূর
B.D.S; P.G.T
পরিচালক, প্রশাসন
খুলনা ম্যাটস
জনাব মিরাজুল হক
B.Sc in Computer Sc.
M.B.A (I.U.B)
পরিচালক, শিক্ষা
খুলনা ম্যাটস
মিসেস ফাহমিনা নূর
M.B.A
পরিচালক, অর্থ
খুলনা ম্যাটস
মিসেস মনোয়ারা হক